মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ২০:২৩
মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম
নওঁগা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকার দায়সারা দায়িত্ব পালন করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


তিনি বলেন, 'কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক।'


'এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না,' বলেন সারজিস।


আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।


সারজিস বলেন, 'নাহিদ ইসলাম তার জায়গা থেকে একটি স্টেটমেন্ট এমনি এমনি দিয়ে দেন না।'


'আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না,' বলেন তিনি।


সারজিস বলেন, 'এত শহীদ, এত রক্তের ওপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে, তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না! স্পষ্ট কথা, তারা যদি এত কিছু, এত বড় ত্যাগ, এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে—সবাই না, গুটিকয়, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে, তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি, দেশের মানুষের সামনে তারা মুখ দেখাতে পারবে না।'


কোথায় সেফ এক্সিট নেবে প্রশ্ন রেখে তিনি বলেন, 'পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবী যে প্রান্তে যান, সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সামনাসামনি হোক। এত বড় একটা দায়িত্বকে স্কিপ করে, এত রক্তের ওপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে, এই সেফ এক্সিট সম্ভব না। আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দেবে না।'


এনসিপির এই নেতা আরও বলেন, 'অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদে হোক, ঐকমত্য কমিশনে হোক, আপনার মন্ত্রণালয় হোক, প্রত্যেকটা জায়গায় আপনার স্ট্রিক্ট হতে হবে। ওই সিদ্ধান্তটা আপনার দিতে পারতে হবে। কে কী বলবে, আমার চেয়ার একটু নড়াচড়া করবে কি না এই যদি চিন্তা করেন, তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা কথা ছিল না!'


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এনসিপি তাদের জায়গা থেকে কোনো অ্যালায়েন্সে যাবে নাকি কোনো দলের সঙ্গে রাজনৈতিকভাবে একীভূত হবে, নাকি জোট হবে নাকি বোঝাপড়া হবে নির্বাচন কেন্দ্রিক—এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।'


এই পথ খোলা জানিয়ে তিনি বলেন, 'নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল হিসেবে যখন জনগণ এবং দেশের স্বার্থে অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে এবং তাদের জায়গা থেকে মনে হবে যে, আমাদের দাবি, চিন্তা-ভাবনা দেশ ও জনগণকে নিয়ে কাজ করার, জায়গাগুলো আমাদের অনেকটাই মিলে যায়, তখন এটা হতেই পারে—তারা একসঙ্গে এই নির্বাচনে জনগণের হয়ে ফাইট করবে।'


'এনসিপিও এখন পর্যন্ত এই আলোচনাগুলোতে পজিটিভ আছে। আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে এটার ফাইনাল রেজাল্টের দিকে আমরা যাব,' বলেন সারজিস।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com