
অন্তর্বর্তী সরকারের সরকারের উদ্দেশ্য জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা তো অনেক সংস্কার হাতে নিয়েছেন। বিগত সরকারের সময় সকল অন্যায়ের কালো তালিকা প্রকাশ করুন। আমরা সকল অন্যায়ের বিচার দাবি করেছি।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর জেলা গোর-এ শহীদ ময়দান (বড়মাঠে) জেলা জামায়াতের আয়োজনে ঐতিহাসিক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমীর বলেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি, তবে একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল যে, তারা একমাত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ ভালোবাসে না। মানুষের শরীরের ঘাম ঝরিয়ে ফসল ফলায়, অন্যরা তা চুরি করে বিদেশে পাচার করে। তিনি জুলাই অভ্যুত্থানে দিনাজপুরে শহীদ রুদ্র সেন-এর স্মৃতিচারণ করেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য বলেন, আপনারা তো অনেক সংস্কার হাতে নিয়েছেন। তাহলে বিগত সময়ে যারা মানুষের জুলুম নির্যাতন করেছে, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ মানুষকে বিচারের নামে খুন করেছে তাদের কালো তালিকা প্রকাশ করুন। আমরা সকল অন্যায়ের বিচার দাবি করেছি এবং সকল হত্যার বিচার করতে হবে।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, মাহাবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য দেলোয়ার হোসেন, মাওলানা আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহ সেক্রেটারি রাজিউর রহমান পলাশ, সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াতের শূরা সদস্য উপজেলা আমীর মো. আমিনুল ইসলাম সহ আরও অনেকে।
সর্বশেষে, দিনাজপুরে বৈষম্যহীন, শান্তির ধর্ম ইসলাম এবং কোরআনের দাওয়াত এর কাজ করে দেশের শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
বিবার্তা/রব্বানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]