শিরোনাম
বর্ষায় পাহাড়ি পথে হাঁটতে চান?
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৪:০৩
বর্ষায় পাহাড়ি পথে হাঁটতে চান?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাহাড়প্রেমী মানুষকে সারা বছর ধরেই পাহাড় টানে। আর পাহাড়কে ছুঁতে পারার নেশায় মানুষ ছুটি জমায়, টাকা জমায় একটু একটু করে। যারা বড়ো বড়ো পর্বত অভিযান করতে পারেন না অথচ পাহাড় স্পর্শ করার আনন্দ পেতে চান তাদের জন্য ছোটো ছোট এসব ট্রেক পথের সন্ধান। আমাদের প্রতিবেশি দেশ ভারতেই রয়েছে এমন কয়েকটি ট্রেক-পথ, যা বর্ষাতেই বেশি আকর্ষণীয়।


ভ্যালি অব ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ড:


বর্ষার সবচেয়ে জনপ্রিয় ট্রেক-পথ এটি। ইউনেস্কো-র হেরিটেজ সাইটের তালিকাতেও নাম রয়েছে এই পথের। বর্ষাতেই শুধুমাত্র এখানে নানা রঙের ফুল ফোটে। তা দেখতে আসনে পর্যটকরা।


বিয়াস কুণ্ড, হিমাচল প্রদেশ:


বিয়াস নদীর উৎসস্থলে গিয়েছে এই পথ। মানালি থেকে খুব সহজেই হেঁটে যাওয়া যায়। বর্ষায় সবুজের ঘনত্ব বাড়ে এই পথে।


জোংরি, সিকিম:


কাঞ্চনজঙ্ঘার পায়ের কাছ পর্যন্ত গেছে এই ট্রেক-পথটি। মাঝে গোয়েচ লা পেরোতে হয়।পুরো পথের সৌন্দর্য বর্ষায় কয়েক গুণ বেড়ে যায়।


হাম্পটা পাস, হিমাচল প্রদেশ:


হিমাচলের এই ট্রেক-পথে সারা বছরই পর্যটকরা যান। প্রবল শীতে পর্যটকের সংখ্যা কিছুটা কমে যায়। কিন্তু বর্ষায় এই পথের আকর্ষণ সবচেয়ে বাড়ে। সবুজ এবং নানা রঙের ফুল মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় হয়ে ওঠে এই পথ।


রুপিন পাস, উত্তরাখণ্ড:


রুপিন পাসের সৌন্দর্যও বর্ষায় কয়েক গুণ বেড়ে যায়। সবুজ এবং ফুলের রঙে ভরে থাকে পথ।


বিবার্তা/অনামিকা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com