
কক্সবাজারে সংঘবদ্ধ নারী ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে পর্যটন ব্যবসার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। তারকা মানের কতিপয় হোটেল, অ্যাপার্টমেন্ট বা কটেজে প্রকাশ্যে দেহব্যবসা চলে আসছে।
এসব বন্ধে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে পর্যটন এলাকার হোটেল-মোটেল জোনে সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন ওসি অপারেশন মো. সেলিম ও উপ পরিদর্শক আনোয়ার।
অভিযানকালে কক্সবাজার শহরের লালদিঘি এহসান নামক ১টি কটেজ থেকে যৌনকর্মী ও খদ্দেরসহ ২১ জনকে আটক করা হয়। এ ছাড়া সেখান থেকে উদ্ধার করা হয় মরণ নেশা ইয়াবা।
অভিযান প্রসঙ্গে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হোটেল-মোটেল জোনে অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিন এভাবে ঝটিকা অভিযান চলবে। পাশাপাশি মামলায় কটেজ মালিকদের অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]