শিরোনাম
‘কোনো দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়নি’
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২১, ১৮:৪১
‘কোনো দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়নি’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোনো দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের আপাতত কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে বিমান যোগাযোগ অব্যাহত থাকবে।


রবিবার (৩ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে পর্যটন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


এম মাহবুব আলী বলেন, ‘সৌদি আরবসহ অন্যান্য যে সমস্ত দেশ কোভিড-১৯ এর কারণে আপাতত বিমান চলাচল বন্ধ রেখেছে তারা তাদের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের দেশ থেকে বিমান চালনা শুরু করব।’


এ সময় পর্যটনের প্রসার নিয়ে তিনি বলেন, প্রতিযোগিতার বাজারে সেবার মান বাড়াতে না পারলে পর্যটনের প্রসার হবে না। পর্যটনের অফুরন্ত সম্ভাবনা থাকলেও আমরা নিজেদের পর্যটন স্পটগুলোর ব্র্যান্ডিং করতে পারিনি। যে কারণে প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা অনেক স্থান থাকলেও আমরা বিদেশি পর্যটক টানতে পারি নি।


এক্ষেত্রে ব্যর্থতার দিকগুলো খতিয়ে দেখে পর্যটনের বিকাশে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক ও পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাস।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com