শিরোনাম
বিলুপ্তির পথে মার্বেল খেলা
প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৭:৩৫
বিলুপ্তির পথে মার্বেল খেলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমাদের দেশে মার্বেল খেলাটা আগে জমজমাট থাকলেও এখন আর তেমনভাবে দেখা যায় না। মার্বেলের স্থান দখল করেছে মোবাইল ফোন- কম্পিউটারের নানা গেমস।


অনেকেই স্কুল ব্যাগের ভেতর কিংবা হাফপ্যান্টের পকেটে মার্বেল নিয়ে ঘুরত। সময়ের স্রোতে, সেই খেলা এখন প্রায় বিলুপ্তির পথে।


মার্বেল খেলতে গিয়ে অভিভাবক কিংবা শিক্ষকের বকা খায়নি এমন কাউকে এক সময় খুঁজে পাওয়া মুশকিলই ছিল। স্কুলে টিফিনের ফাঁকে শিক্ষকদের চোখের আড়ালে গিয়েও শিশু-কিশোররা মেতে উঠত মার্বেল খেলায়।


কিন্তু এখন দৃশ্য আর চোখেই পড়ে না। তাই প্রায় হারিয়ে যাওয়া এই খেলা পথে-ঘাটে শিশুদের খেলতে দেখলে চোখ আটকে যাওয়ারই কথা।


স্কুল ফাঁকি দিয়ে বা বিকেলে রাস্তার পাশে মার্বেল খেলা, মুঠোভর্তি মার্বেল দাগের বাইরে ছুঁড়ে মেরে, নির্দিষ্ট আরেকটি মার্বেলে লাগানোর সে কী চেষ্টাই না করেছেন এককালে!


বিবার্তা/ইমরান/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com