প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৩
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।


স্বাস্থ্যমন্ত্রী বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার উপস্থিতি এ সম্মেলনের মর্যাদা আরও বাড়িয়েছে।


প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন আমরা আপনার মতো মানুষের কাছ থেকে শিখি। ডব্লিউজিএস বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে শিখছে।


আশা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে বাংলাদেশ-আমিরাত সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করবে।


প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি ও প্রধান রোগ প্রতিরোধে তাদের সাফল্যে মুগ্ধতার কথা জানান। পাশাপাশি, এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে আতিথ্য দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান।


সাক্ষাতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com