নন-ক্যাডার সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১১:২০
নন-ক্যাডার সহকারী সচিব হলেন ১০ কর্মকর্তা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নন-ক্যাডার সহকারী সচিব পদে দশ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) পদোন্নতি পেয়েছেন।


৯ অক্টোবর, বুধবার সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


পদোন্নতি পাওয়া প্রশাসনিক কর্মকর্তারা হলেন– স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ ইসমাইল ও জাফর আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাজহারুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আবুল হাসেম, কৃষি মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, পরিকল্পনা বিভাগের ছাবিনা ইয়াছমিন ও মুহাম্মদ সাইফুল আলম সিদ্দিকী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ কে ব্রোহী মিঞা, অর্থ বিভাগের মোহাম্মদ আবদুল্লা আল মামুন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মো. মনজুরুল ইসলাম।


প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ করা হলো। নিয়মানুযায়ী পরে তাদের পদায়ন করা হবে।


এতে আরও বলা হয়, জাতীয় বেতন-স্কেল, ২০১৫ অনুযায়ী তারা নবম গ্রেডে বেতন-ভাতা পাবেন।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com