ডিআরইউর প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা
সাংবাদিকতায় টিকে থাকার নতুন হাতিয়ার এআই
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১
সাংবাদিকতায় টিকে থাকার নতুন হাতিয়ার এআই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির বিশ্বে সাংবাদিকতাকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন অপরিহার্য হয়ে উঠেছে। তবে এই প্রযুক্তি যেমন সাংবাদিকের কাজের গতি ও মান বাড়াতে পারে, তেমনি এর অপব্যবহার তৈরি করছে ডিপফেক ও ভুয়া তথ্যের মতো বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় এসব তথ্য উঠে এসেছে।


শনিবার (২৭ ডিসেম্বর) ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে ‘এআই পাওয়ার্ড জার্নালিজম : অপরচুনিটি, রিস্ক অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি’ শীর্ষক এই কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে টেক প্রতিষ্ঠান গেমপ্লিফাই। কর্মশালায় সংগঠনের ৬০ জন সদস্য অংশ নেন।


কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এআই লিটারেসি বা এআই শিক্ষা এখন বাধ্যতামূলক। এটি কেবল ক্যারিয়ারের উন্নতির জন্য নয়, বরং ভুয়া তথ্য ও ডিপফেক শনাক্ত করে গণতন্ত্র রক্ষা করার জন্যও প্রয়োজন। যারা বলেন এআই জানেন না, বর্তমান সময়ে তাদের পক্ষে সাংবাদিকতায় টিকে থাকা কঠিন হবে।’


শফিকুল আলম তার বক্তব্যে এআই ব্যবহারের প্রয়োজনীয়তা ও ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘সাংবাদিকতা এআই-নির্ভর হোক বা না হোক, এর মৌলিক নীতিমালা কখনোই বদলাবে না। প্রতিটি তথ্যের সুনির্দিষ্ট সূত্র থাকতে হবে। তবে এআই ব্যবহার করলে একজন সাংবাদিকের উৎপাদনশীলতা ৩০ শতাংশ থেকে বেড়ে ৮০ শতাংশ পর্যন্ত হতে পারে।’


ডিপফেকের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে এআই'কে একটি ধারালো ছুরির সঙ্গে তুলনা করে প্রেস সচিব বলেন, সঠিক ব্যবহার জানলে এটি কাজ সহজ করে, নতুবা বড় ক্ষত সৃষ্টি করে।


ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গেমপ্লিফাইয়ের সিইও মাহফুজুর রহমান।


এর আগে গত শুক্রবার সকালে কর্মশালাটি শুরু হয়। উদ্বোধনী ও সমাপনী সেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হন গেমপ্লিফাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মশিউর রহমান। তিনি বলেন, এআই সাংবাদিকদের ডেটার আড়ালে লুকিয়ে থাকা স্টোরি খুঁজে পেতে সাহায্য করবে, তবে মাঠের বাস্তবতা বোঝা ও নৈতিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সবসময় সাংবাদিকেরই থাকবে।


সংগঠনের তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল জানান, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বছরজুড়ে এমন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।


দুই দিনের এই প্রশিক্ষণে এআই টুলস ও এর ব্যবহার নিয়ে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, এএফপির ফ্যাক্টচেকার কদরুদ্দিন শিশির, ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস'র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।


প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন ডিআরইউ সদস্য সাইফ খন্দকার, গাজি আনোয়ার ও আল আমিন আজাদ। সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিআরইউ সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভুঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য আল আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. মাজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com