শিরোনাম
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন
প্রকাশ : ২২ মে ২০২১, ২২:০২
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শনিবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে ‘রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো’ স্লোগান ব্যানারে ধারণ করে এই মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আয়োজন করে প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ।


মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ বলেন, যখনই আমরা পত্রিকার পাতায় নজর দিই, তখন দেখতে পাই সেখানে থাকা বার্তার মাধ্যমে দেশের মানুষকে আলোকিত করা হয়। এই আলোর সহযাত্রী ছিলেন রোজিনা ইসলাম। আমরা আশা করছি, কাল তিনি মুক্তি পাবেন।


বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ এই প্রজ্বালন কর্মসূচিতে বলেন, সারা দেশে ১২৯টি বন্ধুসভা একযোগে মোমবাতি প্রজ্বালনের এ কর্মসূচি নিয়েছে। রোজিনা ইসলাম সত্যের সন্ধানী ছিলেন। তাকে গ্রেফতার করে আলোরূপী সত্যকে আঁধারে ঢাকার অপচেষ্টা চলছে। আর এর বিরুদ্ধেই আমাদের প্রতীকী প্রতিবাদ।


বন্ধুসভার ঢাকা মহানগর কমিটির সভাপতি নাজমুল এইচ পলাশ বলেন, রোজিনা ইসলামের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ন্যক্কারজনক। যারা এ কাজ করেছে, তারা আঁধারে ডুবে আছে। আলো জ্বালিয়ে আমরা বলছি, এ আঁধার দূর হোক।


উল্লেখ্য, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। ওই দিন রাতেই রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। পরদিন মঙ্গলবার রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রোজিনার আইনজীবীরা তার জামিন চান। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন। রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার দুপুরে শেষ হয়। আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি। ওই দিন বিকেলে জানানো হয়, রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে ২৩ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com