শিরোনাম
রাজধানীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৩:৫২
রাজধানীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম নামে একজনকে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, এসএম হিরন খান, আমির হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ সিরাজ।


বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন।
২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলামকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।


কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একবছরের কারাভোগ করতে হবে।


এদিন রায় ঘোষণার সময় এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে আসামি মোহাম্মদ সিরাজ রায় ঘোষণার সময় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com