শিরোনাম
করোনায় কাজ হারিয়ে ভাড়ায় বাইক চালাচ্ছেন আইনজীবী!
প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৩:৩৬
করোনায় কাজ হারিয়ে ভাড়ায় বাইক চালাচ্ছেন আইনজীবী!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় কাজ হারিয়ে ভাড়ায় বাইক চালাচ্ছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওই আইনজীবীর নাম মাসুদ রানা। প্রথম দিনে তার আয় হয়েছে ১৩০ টাকা।


উচ্চ আদালতের এই আইনজীবী বলন, করোনার কারণে ১৬ মাস নিয়মিত আদালত বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়ি। সিনিয়রদের সহযোগিতায় এত দিন চললেও বসে না থেকে রাস্তায় নামার সিদ্ধান্ত নিই।


অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, গত ১৬ মাস ধরে কোর্ট বন্ধ রয়েছে। এতে আমার মতো অনেকেই অর্থনীতির সংকটে পড়েছে। পরে আমি বসে না থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়ি।


তিনি আরো বলেন, কোর্ট শুরু হলে আবার কোর্টে কাজ করব। আর কোর্ট না চললে নিজেকে অলস বসিয়ে না রেখে অন্য যে কোনো কাজ করতে আমার লজ্জাবোধ হয় না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com