যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬ জন।
স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) ওই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে।
মেমফিস পুলিশ বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়া আহত ৬ জনের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা জানিয়েছে, কী কারণে গুলি চালানো হয়েছে তা স্পষ্ট নয়।
পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণাঞ্চলীয় টেনেসি অঙ্গরাজ্যের অরেঞ্জ মাউন্ড পার্কের কাছে একটি ব্লক পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই পার্টির জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।
পুলিশ জানায়, পার্টিতে কমপক্ষে দুইজন গুলি চালায়। হামলার সময় ওই পার্টিতে প্রায় ২০০ থেকে ৩০০ জন উপস্থিত ছিলেন। সূত্র: এফপি
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]