জালিয়াতির দায়ে ভিয়েতনামের শীর্ষ নারী ব্যবসায়ীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১৭:০৩
জালিয়াতির দায়ে ভিয়েতনামের শীর্ষ নারী ব্যবসায়ীর মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঋণ জালিয়াতির মামলায় ভিয়েতনামের ধনকুবের নারী ট্রুং মাই ল্যানকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ৬৭ বছর বয়সী ট্রুং মাই ল্যান নামের এই নারী ব্যবসায়ীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ৩০৪ ট্রিলিয়ন ডং বা ২৭ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।


বৃহস্পতিবার (১১ মার্চ) হো চি মিন সিটির ঔপনিবেশিক যুগের একটি আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এটিই বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির ঘটনা। আর এই বিচারকাজ ভিয়েতনামে অনুষ্ঠিত সবচেয়ে আলোচিত ঘটনা।


ট্রুং মাই ল্যানের বিরুদ্ধে দেশটির সাইগন কমার্শিয়াল ব্যাংক থেকে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। আইনজীবীরা বলছেন, ঋণের ২ হাজার ৭০০ কোটি ডলার পুনরুদ্ধার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই মামলায় ২ হাজার ৭০০ জনকে সাক্ষ্য দেয়ার জন্য ডাকা হয়েছিল। মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জনসহ মোট ২০০ জন আইনজীবী ছিলেন।


মজার ব্যাপার হলো, মামলার প্রমাণ মোট ১০৪টি বক্সে সংরক্ষিত আছে, যার ওজন ৬ টন। মামলায় ট্রুং মাই ল্যানসহ মোট ৮৫ জনের বিচার চলছে। যাদের সবাই নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন।


তবে আদালতে আসামিদের সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যদের শর্তসাপেক্ষে ৩ থেকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ট্রুং মাই ল্যানের স্বামীর ৯ বছর ও তার ভাতিজির ১৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।


ভিয়েতনামে দীর্ঘদিন কাজ করা মার্কিন পররাষ্ট্র দফতরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডেভিড ব্রাউন বলেছেন, আমার মনে হয়, কমিউনিস্ট শাসনামলে এ রকম বিচার আগে কখনো হয়নি। আগে এ ধরনের ঘটনাও (অপরাধ) ঘটেনি।


সূত্র: বিবিসি


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com