
জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন,ব্যক্তিগত কাজের চেয়ে সার্বিক জনকল্যাণে কাজ করে যাচ্ছি। তার মধ্যে হাসপাতাল তথা স্বাস্থ্যসেবা, নদী ভাঙন প্রতিরোধ ও রাস্তা ঘাটের উন্নয়নের কাজ উল্লেখযোগ্য।
৩০ এপ্রিল, মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনারা জবাবে তিনি এসব কথা বলেন।
নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচি, এ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, এ্যাডভোকেট অচিন চক্রবর্তী, এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, এ্যাডভোকেট আকিকুর রহমান, এ্যাডভোকেট নজরুল ইসলাম, এ্যাডভোকেট নূর মোহাম্মদ, এ্যাডভোট হেমায়েত উল্লাহ হিরু প্রমুখ।
বিবার্তা/শরিফুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]