শিরোনাম
'সুদানে ইসরাইলি দূতাবাস খুলতে দেয়া হবে না'
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৬
'সুদানে ইসরাইলি দূতাবাস খুলতে দেয়া হবে না'
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি বলেছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খুলতে দেয়া হবে না।


তিনি বলেছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার অনুমতি দেয়ার কোনো পরিকল্পনা নেই। এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয়নি। আরব নিউজ।


সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ন্যাশনালকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী। রবিবার (২৭ সেপ্টেম্বর) তার এ সাক্ষাতকার প্রকাশিত হয়।


মারিয়াম আস-সাদিক বলেন, ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি।


মারিয়াম আস-সাদিক আল-মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদির মেয়ে যিনি ছিলেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোরবিরোধী।


বিবার্তা/জুয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com