শিরোনাম
এক মাছ বিক্রি করেই লাখপতি!
প্রকাশ : ০৫ আগস্ট ২০২১, ২২:১৮
এক মাছ বিক্রি করেই লাখপতি!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শৌখিন মৎস্য শিকারী তিন বন্ধু। ছুটির দিনে সমুদ্রে মাছ ধরা তাদের নেশা। এবার সেই নেশায় কপাল খুলে দিল তাদের। ৩২৮ কেজি ওজনের একটি মাছই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে শৌখিন এই মৎস্য শিকারীদের।


বৃহস্পতিবার (৫ আগস্ট) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের বাসিন্দা কেইল কাভিলা, গ্যারেথ ভালারিনো ও শন দেশুইসা নামে ওই তিন বন্ধু ছুটির দিনে সমুদ্রে মাছ ধরতে যায়। এজন্য তারা ১৫ ফুট দৈর্ঘের একটি নৌকা ভাড়া নেন। তাদের জালে ধরা পড়ে বিশাল এক ব্লুফিন টুনা মাছ। মাছটা নৌকার তোলার চেষ্টাকালে দুই বন্ধু পানিতে পড়ে যায়। মাছটা তাদের নৌকার দৈর্ঘ্যের চেয়েও বড় ছিল। শেষমেষ অনেক কষ্টে নৌকার সাথে জাল বেঁধে মাছটাকে টেনে তীরে নিয়ে আসেন তারা।


পরে মাছটিতে তিন বন্ধু ভাগ করে নেন। কিছু অংশ তারা বিক্রি করেন। কিছু অংশ নিজেরা খাওয়ার জন্য রাখেন।


এক বন্ধু জানান, নিজেরা খাওয়ার পরও বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছেন তারা। তবে জাপানে ১০ থেকে ১৫ গুণ বেশি দামে মাছটি বিক্রি করতে পারতেন বলে জানা গেছে ওই প্রতিবেদনে।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com