শিরোনাম
করোনা: ভারতে আরও ৫৯৩ মৃত্যু
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১১:৪৩
করোনা: ভারতে আরও ৫৯৩ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ২০০ জনের বেশি, কেরালায় ১০০ জনের বেশি এবং ওড়িশায় ৫০ জনের বেশি। এই নিয়ে দেশটিতে এ মহামারীতে ৪ লাখ ২৩ হাজার ৮১০ জনের মোট মৃত্যু হয়েছে।


এদিকে ভারতে পর পর চারদিন করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ১৬ লাখ ১৩ হাজার ৯৯৩।


দেশটিতে নতুন আক্রান্তের অধিকাংশই কেরালার। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৭৭২ জন। বাকি সব রাজ্যেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ হাজারের কম। মহারাষ্ট্রে ৬ হাজার ৬০০, অন্ধ্রপ্রদেশে দুই হাজারের বেশি। কর্নাটক এবং তামিলনাড়ুতে দুই হাজারের কম। ওড়িশায় দেড় হাজার এবং আসামে হাজারের আশপাশে। বাকি সব রাজ্যেই করোনা সংক্রমণ হাজারের নীচে রয়েছে।


দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩ দিন ধরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে বেড়ে তা ৪ লাখ ছাড়িয়েছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৪ লাখ ৮ হাজার ৯২০ জন।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com