শিরোনাম
সিরিয়া-ইরাক-আফগান সমস্যা সমাধানে ইরানের সহযোগিতা চান এরদোগান
প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১২:৩০
সিরিয়া-ইরাক-আফগান সমস্যা সমাধানে ইরানের সহযোগিতা চান এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরান ও তুরস্ক মুসলিম বিশ্বের দু’টি প্রভাবশালী দেশ হওয়ার কারণে আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বুধবার (২১ জুলাই)তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।


রুহানি বলেন, এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে ইরান ও তুরস্ক দু’টি বৃহৎ শক্তি; কাজেই আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে এই দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।” তিনি অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরান ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট রুহানি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে অভিনন্দন জানান।


ফোনালাপে এরদোগান ইরানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইরান ও তুরস্ক অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। ” দু’দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট রুহানি গত আট বছর ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন এরদোগান। তিনি সিরিয়া, ইরাক ও আফগানিস্তানের চলমান সংকট নিরসনে তেহরান ও আঙ্কারার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com