শিরোনাম
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক জাহিদ কুরাইশি
প্রকাশ : ১১ জুন ২০২১, ২২:৩৯
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক জাহিদ কুরাইশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। বৃহস্পতিবার সিনেটে ৮১-১৬ ভোটে নিউ জার্সির ডিসট্রিক্ট জাজ নির্বাচিত হন তিনি।


সংবাদমাধ্যম সিএনবিসি এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক হলেন।


পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ নিউইয়র্ক সিটিতে জন্ম গ্রহণ করেন। বড় হয়েছেন নিউ জার্সিতে। ২০১১ সালের দিকে একটি ল ফার্মে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর সেনাবাহিনীতে নিয়োগ পান। সরকারি আইনজীবী হিসেবে তখন তার পথচলা শুরু।


যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশের সঙ্গে আরো ১০ জন বিচারককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক।


এর আগে মঙ্গলবার নিউ জার্সি ও কলোরাডোর বেঞ্চের জন্যও বাইডেন মনোনীত বিচারকদের নিয়োগ অনুমোদন করে সিনেট।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com