
ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ক্ষেপণাস্ত্রের ভয়ে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’-এর সংখ্যা বাড়াচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই আশঙ্কায় ইসরাইলের দক্ষিণ অংশে নতুন করে ‘আয়রন ডোম’ বসিয়েছে দখলদার সেনারা। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ।
পত্রিকাটি আরো জানিয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে সেনা সংখ্যা বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা করছে ইসরাইল।
এছাড়া, পশ্চিম তীরেও ফিলিস্তিনিরা অভিযান চালাতে পারে বলে আশঙ্কা করছে ইসরাইলি সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত রাখা হয়েছে।
রবিবার (৯ মে) গাজা উপত্যকা থেকে ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি অনাবাসিক এলাকায় আঘাত হানে। এরপর দখলদার বাহিনীও গাজার দক্ষিণে হামলা চালায়।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]