শিরোনাম
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না রাশিয়া
প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১১:২০
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না রাশিয়া
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেন সংঘাতে রাশিয়া কোনো পক্ষ নয় এবং তারা প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুদ্ধেও জড়াবে না।


রবিবার (১১ এপ্রিল) টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, অবশ্যই কেউ যুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে না, এ ধরনের যুদ্ধের সম্ভাবনাকে কেউ গ্রহণ করছে না।


ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সংঘাতপূর্ণ দনবাস এলাকা নিয়ে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে তখন পেসকভ এ বক্তব্য দিলেন।


তিনি বলেন, এর আগেও রাশিয়া বলেছে যে, দনবাস অঞ্চলের চলমান এ সংঘাতে মস্কো কোনাভাবেই জড়িত নয়, তবে দনবাসের রুশভাষী লোকজনের ভাগ্য থেকে রাশিয়া আলাদাও থাকবে না।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে দনবাস এলাকাকে কেন্দ্র করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামরিক উত্তেজনা চরমে উঠেছে। ক্রেমলিনের মুখপাত্র এ নিয়ে ইউক্রেনকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com