
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫৪ জন।
শনিবার (২৬ জুলাই) গভীর রাতে রাজ্যের মনসা দেবী মন্দিরে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় সাতজনের প্রাণহানি ও বহু ভক্ত আহত হয়েছেন। মন্দিরে যাওয়ার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়। এর ফলে লোকজন হুড়োহুড়ি করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
রাজ্যের গাড়ওয়াল বিভাগের পুলিশ কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে বলেছেন, পদদলনের আগে মনসা দেবী মন্দিরে বিপুল জনসমাগম হয়েছিল। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আহত ভক্তদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। এছাড়া অন্য অনেক ভক্তকে দুর্ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মনসা দেবী মন্দিরে পদদলনের এই ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাজ্য পুলিশ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, মন্দিরের দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ভারতে ধর্মীয় উৎসবের সময় প্রাণঘাতী দুর্ঘটনা ও পদদলনের ঘটনা প্রায়ই ঘটে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]