স্বাস্থ্যসেবায় রংপুর বিভাগে দ্বিতীয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৮:১৮
স্বাস্থ্যসেবায় রংপুর বিভাগে দ্বিতীয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
গোবিন্দগঞ্জ ( গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং-এইচএসএস) রেটিংসে রংপুর বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।


সারাদেশে ৪৩৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে ৮৩.০৪ রেটিং পয়েন্ট পেয়ে ২৫তম স্থানে রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। সমান সংখ্যক রেটিং পয়েন্ট পেয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২৪তম স্থানে রয়েছে।


জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে বিভিন্ন ইন্ডিকেটর বা পরিমাপক দ্বারা পর্যালোচনা করে রেটিংসে স্কোরের মাধ্যমে র‍্যাঙ্কিং করে থাকে। প্রতি মাসে এই র‍্যাঙ্কিং করা হয়। সর্বশেষ জুলাই মাসের র‍্যাঙ্কিংয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে ২৫তম সহ রংপুর বিভাগে দ্বিতীয় এবং গাইবান্ধা জেলায় প্রথম স্থান অধিকার করেছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আট লাখ জনসংখ্যার গোবিন্দগঞ্জ উপজেলার এ স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১১ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। সম্প্রতি এই স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হয়। তবে জনবলের অভাবে ৫০ শয্যা চালু আছে। এখানে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা, ৪ জন মেডিকেল অফিসার, ৩ জন কনসালট্যান্ট (গাইনি, সার্জারি ও অ্যানেস্থেসিয়া), ৮ জন নার্স ও মিডওয়াইফ এবং ১১ জন স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত। হাসপাতালে প্রতিদিন গড়ে ৯৫০ জন মানুষ বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ বলেন, আমরা উপজেলার প্রায় ৮ লাখ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলস কাজ করছি। আমাদের এই অর্জন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীর পরিশ্রমের ফসল। আমরা প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এ ধারাবাহিকতা রক্ষা করতে চাই।


বিবার্তা/নূর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com