শুধু তেহরানেই গুলিতে নিহত দুই শতাধিক: রিপোর্ট
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৩৮
শুধু তেহরানেই গুলিতে নিহত দুই শতাধিক: রিপোর্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান। এরই মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে সহিংস হয়ে উঠেছে এই আন্দোলন। সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে।


মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে।


প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভাকারীর সহিংস হয়ে উঠেন। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে।


টাইম ম্যাগাজিন শুক্রবার এক প্রতিবেদনে দাবি করে, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২১৭ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগই তাজা গুলিতে প্রাণ হারিয়েছেন।


সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে।


টাইম ম্যাগাজিন শুক্রবার এক প্রতিবেদনে দাবি করে, নাম প্রকাশ না করার শর্তে তেহরানের এক চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের ছয়টি হাসপাতালে ২১৭ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। যাদের বেশিরভাগই তাজা গুলিতে প্রাণ হারিয়েছেন।


সাময়িকীটি বলেছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায়, ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে।


ইরানের এই পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কেননা, তিনি আগের দিনই সতর্ক করে দিয়ে বলেছিলেন, ২৮ ডিসেম্বর থেকে রাস্তায় নেমে আসা ব্যাপক সংখ্যক বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরান সরকারকে ‘চড়া মূল্য দিতে হবে’।


উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকেই এ আন্দোলন শুরু হয়। রিপোর্ট লেখা পর্যন্ত এরই মধ্যে ৩১টি শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরানসহ বিভিন্ন শহরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।


ওই চিকিৎসক টাইম ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশফায়ার করা হয়েছে। সেখানে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হন। নিহতদের বেশিরভাগই তরুণ বলে জানিয়েছেন এ চিকিৎসক।


তবে টাইম ম্যাগাজিন হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে জানিয়েছে। সূত্র: টাইম ম্যাগাজিন


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com