ভূমিকম্প: হুড়োহুড়ি করে বের হতে গিয়ে গাজীপুরে শতাধিক শ্রমিক আহত
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:২৯
ভূমিকম্প: হুড়োহুড়ি করে বের হতে গিয়ে গাজীপুরে শতাধিক শ্রমিক আহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।এসময় হুড়োহুড়ি করে বের হতে গিয়ে গাজীপুরে শতাধিক শ্রমিক আহত আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প আঘাতহানে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।


এতে পুরান ঢাকার বংশালের কশাইটুলিতে ভবনের দেয়াল ধ্বসে ৩ পথাচারী নিহত হয়েছে। এছাড়া নারয়ণগঞ্জের রুপগঞ্জে দেয়াল ধসে একজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।


এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।


ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।


রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়।’


অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের ভূমিকম্প ছিল ৫ দশমিক ২ মাত্রার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com