
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে সাভারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। রাত থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় এ চেকপোস্ট বসান সাভার মডেল থানা পুলিশ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, লকডাউনকে সামনে রেখে মানুষের জান মালের নিরাপত্তা রক্ষায় আমিনবাজারে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন তল্লাশির পাশাপাশি যাত্রীদের পরিচয় পত্র দেখা হয়। এখন পর্যন্ত নাশকতার অভিযোগে সাভারে আওয়ামী লীগের চারনেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে গার্মেন্টস শ্রমিকরা নিজ নিজ কর্মস্থনে প্রবেশ করে উৎপাদন শুরু করেছে।
এদিকে শিল্পাঅঞ্চল আশুলিয়ায় যেকোনো নাশকতাকে প্রতিহত করার লক্ষে জামগড়া আর্মি ক্যাম্প কতৃক যৌথবাহিনির টহল দল তৎপর রয়েছে। রাতভর পুলিশ, বিজিবি কে সাথে নিয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল আশুলিয়ার বাইপাইল সহ বিভিন্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]