ডাক্তারের বিরুদ্ধে মারধরের অভিযোগ
সোহরাওয়ার্দী মেডিকেলে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:১৩
সোহরাওয়ার্দী মেডিকেলে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে একজন চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় সকাল থেকে কর্মবিরতি পালন করছেন নার্সরা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে।


বৃহস্পতিবার (১৭ অক্টোবর সকাল ৮টা থেকে নার্সরা সব ধরনের সেবা বন্ধ রেখেছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নার্সদের কর্মবিরতি চলছে বলে জানা গেছে।


নার্সরা জানিয়েছেন, বুধবার বিকেলের শিফটে কামরুল হাসান নামের একজন নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় সৈকত তাওহিদ নামে একজন চিকিৎসকের। এ সময় সৈকত তাওহিদ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কামরুলকে মারধর করেন। মারধরে আহত কামরুল হাসানকে হাসপাতালেই ভর্তি করা হয়। জানা গেছে, সৈকত তাওহিদ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।


কর্মবিরতি চলাকালীন হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্সরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্লোগান দিয়েছেন। সিনিয়র স্টাফ নার্স নাজমা আকতার বলেন, “আমাদের সহকর্মীকে যে নির্যাতন করা হয়েছে, তার বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি হওয়া দরকার।”

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com