
রাজধানীতে পাঁচ কিলোমিটার হাফ ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে দৌড়েছেন তিন শতাধিক দৌড়বিদ।
শনিবার (১১ অক্টোবর) ভোরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়ে আবার একই প্রাঙ্গণে এসে শেষ হয়।
জানা গেছে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের উদ্যোগে এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগিতায় ম্যারাথন অনুষ্ঠিত হয়।
হাফ ম্যারাথনে নানা বয়সের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেন।
আয়োজকরা বলছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতেই এই আয়োজন। আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]