
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে ৯০০ গ্রাম গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে বারোঘরিয়া ইউনিয়নের মর্ডান মার্কেট কাদেরিয়া ফার্মেসির সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ ইব্রাহিম (২২)। তিনি শিবগঞ্জ উপজেলার তারাপুর মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ সায়েদ আলীর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ওই এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে। পরে আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্যসহ ইব্রাহিমকে হাতেনাতে আটক করে।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]