
আগামী ২৩ আগস্ট দুইদিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরদিন ২৪ আগস্ট ঢাকা–ইসলামাবাদ দ্বিপক্ষীয় বৈঠকে ১৯৭১-এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং পাওনা ফেরতসহ নানা দিক আলোচনায় আসবে।
৪ আগস্ট, সোমবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে একটি ইস্যুর কারণে সম্পর্কের অন্য বিষয় আটকে থাকবে না বলে জানান তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের স্বার্থের প্রশ্ন রয়েছে ও ব্যবসা–বাণিজ্য সব মিলিয়ে সম্পর্কের সব কিছুই আলোচনার টেবিলে থাকবে। কোন বিষয়ে আলোচনা কতটুকু আগাবে, তা বৈঠক শেষে জানতে পারবেন।
তিনি আরও জানান, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায়। সম্পর্ক অস্বাভাবিকভাবে উচ্চতর স্তরে যাবে না। আবার ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো না, এমন যে সিদ্ধান্তটি ছিল, সেটি থেকে বাংলাদেশ বের হয়ে এসেছে। অন্য দশটি দেশের সঙ্গে যেরকম সম্পর্ক, পাকিস্তানের সঙ্গেও সে সম্পর্ক থাকবে বাংলাদেশের।
বাংলাদেশ পাকিস্তানকে ১৯৭১-এর জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া ও পাওনা ফেরত দেওয়ার কথা বলবে কিনা– উত্তরে তিনি বলেন, প্রতিটি বিষয়ই আলোচনার টেবিলে থাকবে। যেটি ৫০ বছরে পারা যায়নি, সেটি ৬ মাসে পারা যাবে, এমন কোনো কথা নেই। বাংলাদেশ ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠক করবে। একটি ইস্যু আরেকটি ইস্যুকে আটকে রাখবে, সেটি আমরা চাই না।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করার ক্ষেত্রে ভারতের উদ্বেগকে আমলে নেওয়া নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে, সেটি বাংলাদেশ সিদ্ধান্ত নেয় না। একইভাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, সেটি নিশ্চয়ই ভারত সিদ্ধান্ত নেবে না।
ঢাকা–বেইজিং–ইসলামাবাদ জোটের বিষয়ে ইসহাক দারের সফরে আলোচনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা–বেইজিং–ইসলামাবাদের মধ্যে কোনো জোট হয়নি। একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা অনানুষ্ঠানিক। কিছুদিন পর আরেকটি বৈঠক হতে পারবে না, বিষয়টি এমন নয়। বাংলাদেশ চায় এতে সদস্য সংখ্যা বাড়ুক, আরও দু–একটা দেশ আসুক।
উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল। কিন্তু ভারত–পাকিস্তান সংঘাতের কারণে বৈঠক স্থগিত হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]