
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা চিন্তা করতে হবে।
তিনি আরও বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। যতটুকু না করলেই নয়, ততটুকু সংস্কার করা উচিত।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।
এ সময় নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মন্তব্য করেন এই রাজনৈতিক বিশ্লেষক।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]