গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৬:০০
গেট ভেঙে সচিবালয়ে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা, পুলিশের লাঠিচার্জ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে সচিবালয়ে প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রেণেলাঠিচার্জ করছেপুলিশ।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তারা সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন। তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন।


সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।


এর আগে দুপুর সোয়া ২টার দিকে বিভিন্ন দাবিতে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।


চলমান এইচএসসি পরীক্ষার্থী ও চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বলে জানা গেছে। এছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাও রয়েছেন।


এবার এইচএসসি পরীক্ষার্থীরা জানিয়েছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় বিমান দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা বাতিল করতে গড়িমসি করেছে। তারা গভীর রাতে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে। ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করছি।


শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন। ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিচ্ছেন তারা। সচিবালয়ের ভেতরে গেটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। একই সঙ্গে গেটের সামনেও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।



বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com