ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১৫:৩০
ফের বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তাঁরা। বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।


পূজা জানান, গত একবছর ধরে তাদের পরিচয় ও বন্ধুত্ব। পরে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। গায়িকার স্বামী পেশায় একজন মডেল ও চাকরিজীবী। তাঁদের দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধির জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা।


এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদ ঘটে।


কণ্ঠশিল্পী পূজার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। এরমধ্যে রয়েছে ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’-এর মতো জনপ্রিয় গান।


বিবার্তা/েএমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com