ইবিতে মব সন্ত্রাসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিবাদে বিবৃতি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৫:০৫
ইবিতে মব সন্ত্রাসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিবাদে বিবৃতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাসের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিবাদে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষকবৃন্দ।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ায় ২১ জানুয়ারি সংঘটিত মব সন্ত্রাসের ঘটনা গভীর উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। সকাল থেকে ১৩টি বিভাগের সভাপতিদের কক্ষে জোরপূর্বক উপস্থিত হয়ে সহযোগী অধ্যাপক পদে আবেদনের যাচাই-বাছাই ‘প্লানিং’ ২ ঘণ্টার মধ্যে করতে শিক্ষার্থী বেশে মব সন্ত্রাসীরা হুমকি প্রদান করে। অন্যথায় আগামী শনিবার থেকে এই শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন না, এমনকি কোন বিভাগে আসতে দেয়া হবে না বলে হুমকি প্রদান করে। যা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শৃঙ্খলা, স্টাটিউট এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন। স্টাটিউটের ৬(এ,ই) ধারায় প্লানিং কমিটির সুপারিশের বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে অনিয়মতান্ত্রিক ভাবে একেরপর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্বল্প সময়ের মধ্যে জোরপূর্বক আবেদন যাচাই বাছাইয়ের চাপ সৃষ্টি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যেসব নিয়োগ সম্পন্ন করা হয়েছে তা অনভিপ্রেত ও প্রশ্নবিদ্ধ।


একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে কর্তৃপক্ষ 'সহযোগী অধ্যাপক' নিয়োগ সম্পন্নে কিছুটা বাধাগ্রস্ত হলে ক্ষীপ্ত হয়ে নানাভাবে চাপ প্রয়োগ করে এবং সহকারী অধ্যাপকের পদোন্নতির বোর্ডে সভাপতির সাথে চরম অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন এবং শেষ পর্যন্ত আবেদন যাচাই-বাচাইয়ের প্লানিং না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষকদের পদোন্নতির বোর্ড স্থগিত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সরাসরি ছত্রছায়ায় মব সন্ত্রাসী সাধারণ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের জীবন চরম নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে। শিক্ষা পরিবারের বাক স্বাধীনতা আজ সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে জিম্মি হয়েছে। আমরা অবিলম্বে মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, স্টাটিউট অনুযায়ী অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com