বাকৃবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০:৫৭
বাকৃবিতে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী ‘বেসিকস অব এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


রবিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণীকক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। জিটিআই-এর তত্ত্বাবধানে পরিচালিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে মনোনীত ৩০ জন তৃতীয় শ্রেণীর কর্মচারী অংশগ্রহণ করছেন।


উদ্বোধনী অনুষ্ঠানে জিটিআই পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং প্রভাষক সবুজ রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ড. বেনতুল মাওয়া।


এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, অধ্যাপক ড. মোছা জান্নাতুন নাহার মুক্তা, প্রধান প্রকৌশলী মো. আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন-১) ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ, প্রধান যন্ত্র প্রকৌশলী সালেহ আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান যুগে কম্পিউটার প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক প্রশিক্ষণার্থীকে মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সুনাম নির্ভর করে প্রশিক্ষিত জনবল, নীতিনৈতিকতা, পরিশ্রম ও নিয়মানুবর্তিতার ওপর। আমরা যে পদেই কর্মরত থাকি না কেন, সবাই বাকৃবি পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। এই চেতনা ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।


বিবার্তা/আমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com