প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪২
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পাঁচ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। কর্মসূচি চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।


রবিবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি এ ঘোষণা দেন।


অধ্যক্ষ আজিজী বলেন, পাঁচ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছি, এখনো করছি। আমাদের কর্মসূচি চলমান থাকবে।


তিনি আরও বলেন, আমরা এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলছি, জাতির মেরুদণ্ড শক্ত করছি। কিন্তু আজও আমরা নিজেদের জীবনে নিরাপত্তা ও স্বীকৃতির নিশ্চয়তা পাই না। বছরের পর বছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা নানা প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু বাস্তবে কোনো ফল মেলেনি। শিক্ষক হিসেবে আমাদের জীবনে এমন এক অবস্থা এসেছে, যেখানে ‘খালি থালা হাতে’ রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই। এটা শুধু প্রতীকী প্রতিবাদ নয়, এটা আমাদের অন্তরের কান্না-বঞ্চনা ও অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা।


এদিকে আজ দুপুরে ২০ শতাংশ বাড়ি ভাড়া, মেডিক্যাল ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে খালি থালা ও প্লেট হাতে নিয়ে মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারী শিক্ষকরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com