
তিন দফা দাবিতে টানা আন্দোলনের ষষ্ঠ দিনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেছেন। তারা জানিয়েছেন, আগামী রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার চিন্তা রয়েছে তাদের।
শুক্রবার জুমার নামাজের পর শিক্ষকরা শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। তবে নির্দিষ্টভাবে কাউকে অনশনে দেখা যায়নি, আশপাশে শিক্ষকদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
এর আগে শুক্রবার সকাল থেকেই শিক্ষকরা সেখানে জড়ো হওয়া শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সমাবেশ করেন। জুমার পর বৃষ্টির মধ্যেই তারা শহীদ মিনারে অবস্থান নেন।
আন্দোলনের অন্যতম সংগঠন ও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে আজ সমাবেশ করেছি। আগামী রোববারে আমাদের পদযাত্রার চিন্তা রয়েছে।
তিনি আরও বলেন, সরকার আমাদের সাথে প্রহসন তামাশার মতো প্রহসন করছে। আমাদের যে দাবিগুলো রয়েছে, এগুলো মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তারা তিনটি দাবির একটির চারভাগের একভাগ মানতে চাইছেন। অন্য দুটি দাবি নিয়ে কথাই বলছে না।
শিক্ষক ও কর্মচারীদের তিনটি দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করা।
তিনটি দাবিতে গত ১২ অক্টোবর আন্দোলনে নেমে পুলিশের লাঠিচার্জের শিকার হন শিক্ষকরা। এরপর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গত বুধবার আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের একটি সভা হয়। তবে সেই সভায় ফলপ্রসূ সমাধান আসেনি। শিক্ষা উপদেষ্টা ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব জানান। তবে শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে অনশনের ঘোষণা দেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]