উপদেষ্টার সঙ্গে বৈঠক আইওয়াশ, শিক্ষকদের আন্দোলন চলবে
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৫:৪৩
উপদেষ্টার সঙ্গে বৈঠক আইওয়াশ, শিক্ষকদের আন্দোলন চলবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকেও ভাতা সংক্রান্ত ইস্যুতে সমাধান আসেনি। বৈঠককে আইওয়াশ দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।


শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজীজী বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বাড়ি ভাড়া ৫ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। অন্যান্য ভাতার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টাকে বৈঠকে এখন ১০ শতাংশ এবং পরিবর্তী বাজেটে ১০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির জন্য প্রস্তাব দিয়েছিলাম। প্রজ্ঞাপনে যা স্পষ্ট করে উল্লেখ থাকবে এমনটা বলেছি। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথাই বলেননি। তাই আমরা মনে করি এই বৈঠক আইওয়াশ।


আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা শহীদ মিনারে যাবো। সেখানে অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। মার্চ ফর যমুনা কর্মসূচি নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


এর আগে, দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকটি শুরু হয়। ‍এতে আন্দোলনকারী ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজীসহ ১৬ শিক্ষক নেতা উপস্থিত ছিলেন।


শিক্ষক নেতাদের মধ্যে আরও ছিলেন- অধ্যক্ষ মাঈন উদ্দিন, অধ্যক্ষ আলাউদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, নুরুল আমিন হেলালী, আবুল বাশার, তোফায়েল সরকার, শান্ত ইসলাম হাবিবুল্লাহ রাজু, মিজানুর রহমান, মিজানুর রহমান মাহিন, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, মো. রকিবুল হাসান রাসেল প্রমুখ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com