৩ কেন্দ্রের ফলাফল : ভিপি-এজিএস পদে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০১:৪৬
৩ কেন্দ্রের ফলাফল : ভিপি-এজিএস পদে এগিয়ে ছাত্রদল, জিএসে শিবির
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ঘোষিত ৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। এছাড়া জিএস পদে ছাত্রশিবিরের সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন।


বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১টা পর্যন্ত চাকসু নির্বাচনের আইসিটি সেল থেকে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস এবং মাস্টার দা সূর্য সেন ও অতীশ দীপঙ্কর হলের ফলাফল ঘোষণা করা হয়েছে।


ফলাফলে দেখা গেছে, ৩ কেন্দ্রে ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৯৮ ভোট ও শিবির মনোনীত ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ২৪৭ ভোট। জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ২৮৬ ভোট এবং ছাত্রদলের শাফায়েত হোসেন ২৩১ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৪৭৪ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১৩১ ভোট।


এর আগে বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com