মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৯:১৬
মঙ্গলবার এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা আগামীকাল মঙ্গলবার দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।


১৩ অক্টোবর, সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।


তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেয়া হয় তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি চলবে।


এর আগে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু হতে পারে বলে জানিয়েছিলেন।


অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, গতকাল শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই সরকার থেকে এটা আশা করিনি। আমাদের ৫ জন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে।


শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, সেহেতু আপনারা সবাই শহীদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাঁধা দেয় তাহলে সব শিক্ষকরা মিলে তাকে বাধ্য করবেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com