শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলায় প্রগতিশীল ৪৭১ শিক্ষকের বিবৃতি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৬:০১
শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলায় প্রগতিশীল ৪৭১ শিক্ষকের বিবৃতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলায় ক্ষোভ প্রকাশ ও অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ৪৭১ জন শিক্ষকবৃন্দ।


সোমবার (১৩ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম প্ৰদীপ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে মর্মবিদারক, বর্বরোচিত ও অমানবিক হামলা চালানো হয়। এ হামলার ঘটনায় সংক্ষুব্ধ আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এই হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানাই। এটি শুধুমাত্র একটি হামলা নয়, এটি চরম মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য দৃষ্টান্ত। এ ধরনের ঘটনা শিক্ষকতার মর্যাদা, মানবাধিকার, অসাম্প্রদায়িক চেতনা এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন ঘৃণ্য আচরণ সভ্য সমাজে কল্পনাতীত!


আমরা গভীর উদ্বেগ ও শঙ্কার সাথে লক্ষ্য করছি যে, গত এক বছর ধারাবাহিকভাবে সারাদেশে বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক পর্যন্ত সকল স্তরের শিক্ষক সমাজ একের পর এক নির্মম মব সন্ত্রাসের শিকার হয়েছেন। গ্রেফতার, হত্যা মামলাসহ নানাধরণের মিথ্যা মামলা, শিক্ষকদের চরিত্র হনন, কালার ট্যাগিং, শত শত নিরপরাধ শিক্ষককে কর্মক্ষেত্রে কদর্য ভাষায় আক্রমণসহ শারীরিকভাবে নির্যাতন করা হয়। জাতি গড়ার কারিগর শিক্ষককে রশি হাতে আবদ্ধ করা হয়েছে, পাদুকা গলায় ঝুলানো হয়েছে, এমনকি রাস্তায় টেনে-হিঁচড়ে কেড়ে নেওয়া হয়েছে হাতের কলম। অপমানিত, শারীরিকভাবে নির্যাতিত শিক্ষককে বাধা দেওয়া হয়েছে কর্মস্থলে প্রবেশে এবং জীবননাশের হুমকিও প্রদান করা হয়েছে। জাতির বিবেক ও কন্ঠস্বর আজ কারাবন্দি।


শুধু তাই নয়, জেলখানা ও আদালতেও হয়রানি করা হচ্ছে যার যেন কোনো জবাবদিহিতা নেই। ফলে শিক্ষক সমাজ আজ চরম আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও পীড়াদায়ক পরিস্থিতির মধ্যে জীবন যাপন করছেন। পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথিতযশা শিক্ষকবৃন্দকে পদত্যাগে বাধ্য করা, বয়কট করা এবং চাকুরিচ্যুত করা, অ্যাকাডেমিক শাস্তির মতো ঔদ্ধত্যপূর্ণ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষকতা আজ অবজ্ঞা, অবমাননা, সহিংসতার চরম ঝুঁকিতে পড়া অনিরাপদ ও বিপজ্জনক পেশায় রূপান্তরিত হয়েছে। মর্যাদা, সম্মানের পরিবর্তে শিক্ষা ক্ষেত্র আজ মব সন্ত্রাসের অভয়ারণ্য।


এতে আরও বলা হয়, বীর মুক্তিযোদ্ধা শিক্ষকবৃন্দকে নগ্নভাবে অপমান করা হচ্ছে। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততা ও সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ এ-পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। স্বাধীন বাংলাদেশে শিক্ষকদের ওপর মব সন্ত্রাসে দমন-পীড়নের এ-প্রক্রিয়া বিশ্ব ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। এই প্রবণতা অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান তো ধ্বংস হবেই, এবং তার সঙ্গে সঙ্গে ধ্বংস হবে একটি জাতির সম্ভাবনা, উন্নয়ন ও আত্মমর্যাদা। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ইতিহাস লেখা হয়েছে এই শিক্ষকবৃন্দের কলম, বলিষ্ঠ কণ্ঠ ও অসাম্প্রদায়িক জ্ঞানের লড়াই এবং রক্তের বিনিময়ে। এই সমাজকে ধ্বংস করার কোন সুযোগ কারোরই নেই। স্বাধীনতার ৫৪ বছরে শিক্ষকদের ওপর এরকম ন্যক্কারজনক হামলা জাতি কখনও দেখেনি, বিশ্ববাসীও দেখেনি, এটি শুধু মাত্র পাকিস্তান আমলে ঘটেছে।


সুতরাং আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট, শিক্ষকবৃন্দের উপর হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে, গ্রেফতারকৃত শিক্ষকবৃন্দকে নি:শর্ত মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, শিক্ষক নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে, আহত শিক্ষকদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং মব সন্ত্রাস দমন করতে হবে। একইসঙ্গে জোরপূর্বক পদত্যাগ করানো, চাকরিচ্যুত, সাময়িক বহিষ্কার, অ্যাকাডেমিক বিরত রাখা, মিথ্যা মামলায় অভিযুক্ত ও বয়কটকৃত সকল শিক্ষকবৃন্দকে কর্মক্ষেত্রে সসম্মানে ফিরিয়ে আনতে হবে। বন্ধ করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাকস্বাধীনতা চর্চায় হস্তক্ষেপ।


আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতি গঠন ও জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষক রক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই হবে। সকল প্রকার অমানবিক হামলার বিরুদ্ধে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ। শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।


বিবৃতিতে যারা স্বাক্ষর করেন-


অধ্যাপক ড. এম অহিদুজ্জামান
অধ্যাপক ড. আনোয়ার হোসেন
অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক
অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম
অধ্যাপক ড. জিনাত হুদা
প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম
প্রফেসর ড. হাবিবুর রহমান
প্রফেসর ড. পূর্বা ইসলাম
প্রফেসর ড. এম. জেড মামুন
অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন
অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস
প্রফেসর ড.লায়লা আরজুমান বানু
অধ্যাপক ড. শবনম জাহান
অধ্যাপক ড. আফজাল হোসেন
অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান
অধ্যাপক ড. হারুনর রশীদ খান
অধ্যাপক ড. তৌহিদা রশীদ
অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া
অধ্যাপক ড. জামিলা এ চৌধুরী
অধ্যাপক ড. কামাল উদ্দিন
অধ্যাপক ড. কাজল কৃষ্ণ ব্যানার্জি
অধ্যাপক মশিউর রহমান
অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল
প্রফেসর ড. মো. আসাদুজ্জামান
অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার
প্রফেসর ড. আব্দুল আউয়াল
অধ্যাপক ম. মনিরুজ্জামান
অধ্যাপক ড. আবদুর রাজ্জাক খান
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার
অধ্যাপক ড. হোসেন মনসুর
অধ্যাপক ড. মাহবুবর রহমান
অধ্যাপক ড. সুব্রত সাহা
অধ্যাপক ড. জসিম উদ্দিন
ড. সিদ্ধার্থ দে
ড. মাহবুব আলম প্রদীপ
অধ্যাপক ড. রাফিউল ইসলাম
অধ্যাপক ড. মিজানুর রহমান
অধ্যাপক আসাদুজ্জামান
অধ্যাপক ড.ওসমান গণি তালুকদার
প্রফেসর ড. আহসানুল আম্বিয়া
অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ
অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান
অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ
অধ্যাপক ড. রুহুল আমিন
ড. বেলাল হোসেন
অধ্যাপক ড. মো. শামীম হোসেন
অধ্যাপক ড. ফিরোজ জামান
ড. নীলিমা আখতার
অধ্যাপক ড. মাহবুব আল মারুফ
অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ
প্রফেসর ড. ওমর ফারুক
অধ্যাপক ড. রাফিউল ইসলাম
অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া
অধ্যাপক ড. মো. কামাল হোসেন
অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ
অধ্যাপক ড.আইনুল ইসলাম
অধ্যাপক ড. অমল কান্তি দেব
ড. সোমা দে
ড. মোহাম্মদ হুমায়ুন কবির
অধ্যাপক ড. সুরাইয়া আখতার
অধ্যাপক ড. জাহানারা আরজু
অধ্যাপক মো. জামাল হোসেন
অধ্যাপক ড. ফারুক উদ্দিন
অধ্যাপক ড. ইমরান কবির চৌধুরী
অধ্যাপক ড. জাভীদ ইকবাল বাঙালী
অধ্যাপক ড. মাহবুবুর রহমান
অধ্যাপক ড. আব্দুর রহমান
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান
অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত
অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ
অধ্যাপক ড. কে. এম. সালাউদ্দীন
অধ্যাপক ড. তৌহিদুল ইসলাম
অধ্যাপক ড. ফারমিন ইসলাম
অধ‍্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান
ড. মো. মিজানুর রহমান
অধ্যাপক ড. সীমা জামান
অধ্যাপক ড.কায়সার আহমেদ রকি
প্রফেসর ড. মুসতাক আহমেদ
অধ্যাপক ড. মামুন আল মোস্তফা
অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ
অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির
অধ্যাপক আবদুল্লাহ আল ফারুক
অধ্যাপক ড. রুমানা ইসলাম
অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ
অধ্যাপক ড. এম বদরুজ্জামান ভূঁইয়া
অধ্যাপক ড. মু. সাহাদাত হোসেন সিদ্দিকী
অধ্যাপক ড. মিজানুর রহমান
অধ্যাপক ড.মো. শফিকুল ইসলাম
কামরুন নাহার
অধ্যাপক মো. রবিউল ইসলাম জাবেদ
প্রফেসর ড. মো. শহীদুল্লাহ
প্রফেসর ড. ইয়াহিয়া খন্দকার
প্রফেসর ড. আফরিনা মুস্তারি
প্রফেসর ড. আকতার হোসেন
প্রফেসর হাবিবুর রহমান
অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান
প্রফেসর মো. হানিফ সিদ্দিকী
প্রফেসর ড.মো. আনোরুল ইসলাম
প্রফেসর ড.এম এল পলাশ
অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল
অধ্যাপক ড. শেলিনা নাসরীন
অধ্যাপক ড. আরমিন খাতুন
অধ্যাপক ড. মো. আনিছুর রহমান
জনাব শামীমা খাতুন
অধ্যাপক ড. অতিশ কুমার জোয়ার্দার
ড. আশরাফুন্নাহার
অধ্যাপক ড. হুমায়ুন কবির
অধ্যাপক ড. আতিকুর রহমান
অধ্যাপক ড. আনোয়ার হোসেন
অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার
অধ্যাপক ড. হিমাদ্রী শেখর
অধ্যাপক প্রভাস কুমার চাকলাদার
ড. মো. মাহমুদুল হাসান
অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ
অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু
প্রফেসর ড. রহমান নাছি
প্রফেসর ড. খাইরুল ইসলাম
অধ্যাপক ড. মুবিনা চৌধুরী কেয়া
প্রফেসর ড.সজিব ঘোষ
অধ্যাপক ড. মিজানুর রহমান
অধ্যাপক আরিফা রহমান রুমা
অধ্যাপক ড. এ. টি. এম. সামছুজ্জোহা
অধ্যাপক নুরে আলম সিদ্দিকী
অধ্যাপক শাহ আজম
অধ্যাপক হারুন অর রশিদ
অধ্যাপক ড. আবদুল মান্নান
অধ্যাপক রবিউল ইসলাম
অধ্যাপক ড. আনোয়ার হোসেন
অধ্যাপক বাদশা মিয়া
অধ্যাপক আব্দুল আলীম
অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা
অধ্যাপক ড. আব্দুস সালাম
প্রফেসর সাইদুল ইসলাম
অধ্যাপক ফরিদ উদ্দিন
প্রফেসর ড. উজ্জ্বল কুমার
ড. মাহমুদুর রহমান
ড. মো. নাসির উদ্দিন
অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ
ড. ইব্রাহীম আব্দুল্লাহ
অধ‍্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান
প্রফেসর সাজ্জাদ হোসেন
প্রফেসর ড. তানভীর আহমেদ
প্রফেসর ড. মো আলমগীর হোসেন
ড. মো. আব্দুল কাইউম
প্রফেসর ড. আবুল হোসেন
অধ্যাপক এনামুল কবির
অধ্যাপক আলতাফ রাসেল
অধ্যাপক শামিমুর রহমান
প্রফেসর ফারজানা ইসলাম
অধ্যাপক সাব্বির সাত্তার
অধ্যাপক ড. শাখাওয়াত নয়ন
অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার
অধ্যাপক ড. জেবুন্নেসা তালুকদার
প্রফেসর ড. বশির আহমেদ
অধ্যাপক সঞ্জয় মুখার্জি
অধ্যাপক আজিজুর রহমান
অধ্যাপক মাহমুদ হোসেন
অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ
অধ্যাপক রেদোয়ান আহমদ
অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম
অধ্যাপক রাশেদ মোশাররফ
অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী
অধ্যাপক ড. হাসিবুর রশিদ
অধ্যাপক এ এফ এম আবদুল মঈন
প্রফেসর ড.ফারমাইন
প্রফেসর সীমা জামান
প্রফেসর রোমানা ইসলাম
অধ্যাপক ড. মামুন
প্রফেসর আব্দুস সোবহান
অধ্যাপক জুলফিকার
অধ্যাপক ড. মোল্লা হক
অধ্যাপক শহীদুল্লাহ হাওলাদার
অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম
প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ
অধ্যাপক হুমায়ুন কবির বকুল
প্রফেসর ড. জামাল উদ্দিন
প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার
অধ্যাপক অমিত রায়
প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান
অধ্যাপক সাদিকুল ইসলাম
অধ্যাপক সিদ্ধার্থ সংকর
প্রফেসর ড. ফারহানা হক
প্রফেসর ড.পলিট আহমেদ
প্রফেসর ড. মো. জাকির হোসেন
প্রফেসর ড. তানভীর রহমান
প্রফেসর ড. মনিরুজ্জামান
অধ্যাপক শরীফুল ইসলাম
অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন
অধ্যাপক ড. মুজিব উদ্দিন আহমেদ
অধ্যাপক মাযাহারুল ইসলাম
অধ্যাপক মো. কামরুজ্জামান সরকার
প্রফেসর ড. স্বদেশ চন্দ্ৰ
অধ্যাপক জুলকার নাইম
অধ্যাপক ড. মো. কবির হোসেন
অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ
ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম
অধ্যাপক ড.সোবহান ইকবাল
অধ্যাপক জুবায়ের আহমেদ
প্রফেসর ড. সুভাষ চন্দ্ৰ
অধ্যাপক সোহান আহমেদ
অধ্যাপক শরিফুল ইসলাম
আবু জাফর মিয়া
অধ্যাপক ড. সুজন সেন
অধ্যাপক ড. টোভেল
অধ্যাপক ড.আউয়াল কবির জয়
অধ্যাপক জনাব ইলিয়াস উদ্দিন
অধ্যাপক ড. জিয়াউর রহমান
ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী
অধ্যাপক ড. ইমদাদুল হক
অধ্যাপক আসাদুল ইসলাম
অধ্যাপক ড. সুলাইমান হোসেন
অধ্যাপক ড. সৌরভ পাল
অধ্যাপক ড. জহির আহমেদ
প্রফেসর ড. নাসরিন সুলতানা
অধ্যাপক ড. কল্যাণ দে
অধ্যাপক ড. শুক্লা দাস
প্রফেসর ড. মো. কামরুজ্জামান
অধ্যাপক ড. ফরহাদ হোসেন
অধ্যাপক ড. লুৎফর রহমান
অধ্যাপক ডক্টর মোল্লা হক
অধ্যাপক ড. হাসান মুহাম্মদ
অধ্যাপক ড. শামসুদ্দিন ইলিয়াস
অধ্যাপক ড. কাজী আয়েশা
প্রফেসর ড. আজমল হুদা
অধ্যাপক রোকনুজ্জামান জুয়েল
ড. সুজন চৌধুরী
অধ্যাপক সুলতান ইসলাম
অধ্যাপক মনিরুল ইসলাম
অধ্যাপক ড. শারমিন
অধ্যাপক হাবিবুর রহমান
অধ্যাপক মেহেদী হাসান ইকবাল
অধ্যাপক মোস্তাফিজুর রহমান
প্রফেসর জিল্লুর রহমান
অধ্যাপক ড.কামাল উদ্দিন
অধ্যাপক আলাউদ্দিন খোকন
অধ্যাপক তারিকুল ইসলাম সরকার
প্রফেসর আহসান হাবীব
অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান
অধ্যাপক ইলিয়াস হোসেন
অধ্যাপক সুবাস কান্তি দাস
অধ্যাপক মামুনুর রশীদ
অধ্যাপক ড. মোতাহার হোসেন
অধ্যাপক আলমগীর সরকার
অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন
প্রফেসর আবু জাফর সিদ্দিকী
অধ্যাপক বাহার উদ্দিন
অধ্যাপক মামুন আল আসাদ
অধ্যাপক আলী আজগর আহমেদ
অধ্যাপক আবুল কাশেম
অধ্যাপক মনজুরুল ইসলাম প্রামানিক
অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ
প্রফেসর আবু নাসের সরকার
অধ্যাপক আব্দুল্লাহ আল আবির
অধ্যাপক বোরন ইকবাল সিদ্দিকী
অধ্যাপক ফজলুর রহমান
অধ্যাপক ড. জাহিদুল ইসলাম
অধ্যাপক এম আবু নোমান
অধ্যাপক হাসিবুল আলম
অধ্যাপক সুবেন কুমার
অধ্যাপক ফাইসাল গণি টিপু
অধ্যাপক মোহাম্মদ নাজমুল হাসান
মোহাম্মদ নাজমুল হাসান
অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র
অধ্যাপক সুজন সেন
অধ্যাপক সুলতান আহমদ
অধ্যাপক জাহিদ হাসান
অধ্যাপক জান্নাতুল বারি
অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান
অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম
অধ্যাপক সেলিম নাসরীন
প্রফেসর নুরুল ইসলাম পাটোয়ারী
অধ্যাপক ওমর ফারুক দিদার
অধ্যাপক দুলাল চন্দ্র
অধ্যাপক মনজুরুল আলম সরকার
অধ্যাপক রাশেদ হাসান নবী
অধ্যাপক দিলীপ কুমার
অধ‍্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী
অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম
প্রফেসর নাজির মোল্লা জালাল
অধ্যাপক স্বপন চন্দ্র বিশ্বাস
অধ্যাপক ড. দীপিকা রানী
অধ্যাপক ড. রাশেদ উদ নবী
প্রফেসর হারিস আহমদ
অধ্যাপক রাশেদুজ্জামান খান
অধ্যাপক আখতারুজ্জামান বাবু
অধ্যাপক রুহুল আমিন
অধ্যাপক ড. বোরহান উদ্দিন
অধ্যাপক তপন কুমার বিশ্বাস
অধ্যাপক আহসান-উল হক
অধ্যাপক ড. মনিরুল হাসান
অধ্যাপক ড.মতিয়ার রহমান
অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ মাহবুব
অধ্যাপক রবিউল হোসেন পলাশ
অধ্যাপক অসীম কুমার বিশ্বাস
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সাদাত
অধ্যাপক ড. রেজাউর রহমান
অধ্যাপক আনিছুর রহমান কাওসার
অধ্যাপক রকিবুল ইসলাম নয়ন
অধ্যাপক ফরিদ আহমদ
অধ্যাপক ড. সাদাত আল সজীব
অধ্যাপক প্রদীপ কুমার দাশ
ড. মো. আব্দুল আলীম
অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক
অধ্যাপক সাজ্জাদ হোসেন আরমান
অধ্যাপক লিটন কুমার বর্মন
অধ্যাপক শিরীণ আখতার
অধ্যাপক নাসিমুজ্জামান বাদল
অধ্যাপক রফিকুল ইসলাম জাবেদ
অধ্যাপক মো. শরিফুল ইসলাম
অধ্যাপক ড. শম্পা জাহান
অধ্যাপক ড. নাসির উদ্দিন
অধ্যাপক কাজী খসরুল আলম
অধ্যাপক মো. মনজুরুল হক
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ
অধ্যাপক আবুল কাশেম তালুকদার
অধ্যাপক ইফতেখার উদ্দিন
অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক
অধ্যাপক মোহাম্মদ আইনুল হক
অধ্যাপক ড. মাহমুদ হোসেন
অধ্যাপক সাদাত আকবর হোসেন
অধ্যাপক সোহেল আহমেদ
অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান
অধ্যাপক আরিফুল ইসলাম জোয়ার্দার
অধ্যাপক আমিনা পারভীন
অধ্যাপক মাহফুজুল হক
অধ্যাপক রুহুল আমিন হাওলাদার
অধ্যাপক মো. জাকারিয়া সরকার
অধ্যাপক হাসানুল হক মজুমদার
অধ্যাপক গোলাম কবির
অধ্যাপক আলমগীর হোসেন
অধ্যাপক ড. মো. মাসুদার রহমান
অধ্যাপক ইয়াহিয়া আখতার
অধ্যাপক ড. রবিউল ইসলাম
অধ্যাপক ড. কবির হোসেন
অধ্যাপক নাজমুল হুদা
অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুম
অধ্যাপক কামরুন্নাহার মৌসুমী
অধ্যাপক ফিরোজ আহমেদ খান
অধ্যাপক ড. খাদেমুল ইসলাম
অধ্যাপক শাহনেওয়াজ রাব্বি মিয়া
অধ্যাপক জাহিদুল আলম
অধ্যাপক ড. আলম চৌধুরী
অধ্যাপক মো. ফরহাদ হোসেন
অধ্যাপক আবু নাসের চৌধুরী
অধ্যাপক ড. রফিকুল হাসান
অধ্যাপক নজরুল ইসলাম ভুঁইয়া
অধ্যাপক আশরাফুজ্জামান সজীব
অধ্যাপক একরামুল হক
অধ্যাপক ড. মামুনুর রশিদ
অধ্যাপক ড. মো. আবু তাহের
অধ্যাপক শাহাদাত কামাল
অধ্যাপক ড. সিরাজুল আলম
অধ্যাপক তাসনীম হুমাইদা
অধ্যাপক ড. ইকবাল সিদ্দিক
অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম
অধ্যাপক গনেশর চন্দ্র
অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম
অধ্যাপক আশিষ তালহা
অধ্যাপক আলী আহমেদ
অধ্যাপক রেজাউর করিম
অধ্যাপক সিরাজুল ইসলাম সিকদার
অধ্যাপক ফারুক হোসেন
অধ্যাপক তারিকুল ইসলাম
মোহাম্মদ মহিবুল আলম
অধ্যাপক মোরশেদ আহমেদ
অধ্যাপক ড. শামীম আল মামুন
অধ্যাপক বিজয় কুমার পাল
অধ্যাপক হুমায়ুন আহমেদ
অধ্যাপক তুলসী কুমার
অধ্যাপক ফিরোজ আলম
অধ্যাপক মো. কামরুল আলম
অধ্যাপক শাহনেওয়াজ মন্ডল
অধ্যাপক ড. মামুনুর রশীদ
অধ্যাপক সেলিম উল মাসুদ
অধ্যাপক রবিউল ইসলাম
অধ্যাপক আশরাফুর রহমান
ড. মো. মেহেদী হাসান
অধ্যাপক মো. কামাল উদ্দীন
অধ্যাপক ড. হাফিজুল ইসলাম
অধ্যাপক মো. জাহিদুল কবীর
অধ্যাপক মাসুম হাওলাদার
অধ্যাপক ড. মাসুদ রানা
অধ্যাপক মাহবুবুল হাকিম
অধ্যাপক ড. আমিনুল ইসলাম
অধ্যাপক ড. সেলিম আল মামুন
অধ্যাপক মো. তুহিনুর রহমান
অধ্যাপক আকতার হোসন লিমন
ড. রুহুল আমিন
অধ্যাপক মো. কামরুজ্জামান
ড. মোহাম্মদ সায়েদুল ইসলাম সরকার
ড. নাঈমাতুল জান্নাত নিপা
অধ্যাপক আলাউদ্দিন খোকন
অধ্যাপক নজরুল ইসলাম ভুঁইয়া
অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ
অধ্যাপক মো. মুশফিকুর রহমান
অধ্যাপক রাকিবুল ইসলাম
ড. অরুণ কুমার
অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন
অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ
অধ্যাপক মনজুরুল ইসলাম প্রামানিক
অধ্যাপক শ্যাম দত্ত
অধ্যাপক ড.আবদুল বাকী
অধ্যাপক রাশেদ হাসান নবী
অধ্যাপক বোরহান ইকবাল সিদ্দিকী
অধ্যাপক মনিরুল ইসলাম
অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম সেকেন্দার
অধ্যাপক ড. মো. আব্দুল আলীম
অধ্যাপক ড.সাহিদা মন্ডল
অধ্যাপক ড. আহমেদ নূর
অধ্যাপক ড. মো. ইমতিয়াজ ইসলাম
অধ্যাপক ড. অনিন্দিতা হাবিব
অধ্যাপক মো. মিঠুন
অধ্যাপক জয়ন্ত কুমার
অধ্যাপক রেজাউর করিম
অধ্যাপক সাদাত আকবর হোসেন
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ
অধ্যাপক মো. তারিফুল ইসলাম
অধ্যাপক ড. মো. জাকির হোসেন
অধ্যাপক মো. খাইরুল ইসলাম
অধ্যাপক কাজী সাইফুদ্দিন
অধ্যাপক সাহাব উদ্দীন
অধ্যাপক মাহবুব হোসেন
অধ্যাপক ড.শহিদুর রহমান খান
অধ্যাপক ফজলুর রহমান
মোসা. কামারুন নাহার
এস. এম. মোয়াজ্জেম হোসেন
জাহিদ ইকবাল
জয়নব বিনতে হোসেন
মো. গোলাম রমিজ
কবির ফিরোজ
মনিরুল ইসলাম
প্রফেসর ড. মো. জাকির হোসেন
অধ্যাপক মো. মঈন উদ্দিন
অধ্যাপক রাকিবা নবী
ড. মো. কামরুজ্জামান
অধ্যাপক নাজনীন বেগম
অধ্যাপক নির্মল কুমার শাহ
অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন
অধ্যাপক আব্দুল্লাহ আল ফারুক
অধ্যাপক নঈম উদ্দিন হাসান আড়ঙ্গজেব
অধ্যাপক শ্যামল রঞ্জন চক্রবর্তী
অধ্যাপক এ কে এম রেজাউর রহমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com