
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের প্রফেসর ইমেরিটাস, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
১০ অক্টোবর, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর।
শোকবার্তায় আরো বলা হয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা কথা সাহিত্যে উপন্যাস, গল্প ও প্রবন্ধ রচনার মাধ্যমে এক নতুন ধারা সৃষ্টি করেন। তিনি ২০১৮ সালে একুশে পদক ও ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার অর্জন করেন। শনিবার (১১ অক্টোবর, ২০২৫) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]