বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাকৃবিতে সেমিনার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০০:২০
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাকৃবিতে সেমিনার
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এক সেমিনারের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য ছিল 'বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির সুযোগ'।


শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বাকৃবিতে অবস্থিত সিআরপি ভবনে সেমিনারটি আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট এর ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মো: জহিরুল আলম, সিআরপির অকুপেশনাল থেরাপি বিভাগের সিনিয়র ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট ও


ইনচার্জ সাদিয়া বাশার জিতুল, সিআরপি ময়মনসিংহের সেন্টার ম্যানেজার মো রাফিউল করিম।


অনুষ্ঠানে ‎ড. জহিরুল আলম বলেন, 'সুস্থ ভাবে জীবনযাপন করতে হলে আমাদের সবাইকে শুধু শারীরিকভাবে সুস্থতার দিকে মনোযোগ দিলে চলবে না,আমাদের মানসিক সুস্থতার দিকেও নজর রাখতে হবে। শারীরিক ভাবে অসুস্থ হলেও,মন যদি ভালো থাকে,আমরা স্বাভাবিক কাজকর্ম করে যেতে পারি।কিন্তু মন খারাপ থাকলে,আমরা চাইলেও সুস্থ শরীর নিয়ে স্বাভাবিক কার্যক্রম করতে পারি না।'

‎মো রাফিউল করিম বলেন, 'রোভার স্কাউটদের সাথে আমাদের সেমিনার করার অন্যতম উদ্দেশ্যই হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি। রোভাররা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে।আমরা যদি মানসিক স্বাস্থ্য নিয়ে তাদেরকে সচেতন করি,তবে বিপুল পরিমাণ মানুষকে সচেতন করা সম্ভব।'


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com