
নিয়ম অনুযায়ী দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ শুরুর কথা থাকলেও সবশেষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা শুরু হয়েছে জুলাই মাসে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীনদের ক্লাস শুরু হয়েছে আগস্টের শেষ সপ্তাহে। গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়েও আগস্টে ক্লাস শুরু হয়েছে।
অর্থাৎ, ক্লাস শুরুর আগেই সাত থেকে আট মাসের জটে পড়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে হবে? আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলে পরীক্ষা আরও পিছিয়ে যাবে কি না, তা নিয়েও শঙ্কায় শিক্ষক-শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষা দুই মাস এগিয়ে আনছে ঢাবি
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গতবারের চেয়ে দুই মাস এগিয়ে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ঢাবি প্রশাসনের প্রাথমিক আলোচনায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যেই ভর্তি পরীক্ষা পরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আগামী ৭ অথবা ১২ অক্টোবর অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় নির্বাচনের কারণেই ভর্তি পরীক্ষা চলতি বছর শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভর্তির কার্যক্রমে জড়িত একজন শিক্ষক। তিনি জানান, আগের বছরের তুলনায় এবার অন্তত দুই মাস পরীক্ষা এগিয়ে আনা হতে পারে। নির্বাচনের আগে যাতে ভর্তির সব কাজ শেষ করা যায়, সেজন্য এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন।
ওই শিক্ষক বলেন, ভর্তি পরীক্ষা এগিয়ে এলেও এটিই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বাভাবিক সময়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরপরই ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায়। তবে করোনাভাইরাস ও জুলাই আন্দোলনের কারণে সে সময়সূচি বেশ কয়েক বছর মেনে চলা সম্ভব হয়নি। এবার আগের ধারায় ফেরার উদ্যোগ নেওয়া হয়েছে।
জবির ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে
ভর্তি পরীক্ষা এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েরও (জবি)। গত বছর গুচ্ছ থেকে বের হয়ে ডিসেম্বরে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। ৩১ জানুয়ারি প্রথম একটি ইউনিটের পরীক্ষা নেওয়া হয়। সবগুলো ইউনিটের পরীক্ষা শেষ করতে পুরো ফেব্রুয়ারি মাস লেগে যায়।
এবার জবি কর্তৃপক্ষ আগামী ডিসেম্বরেই ভর্তি পরীক্ষা শেষ করতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই ভর্তি কার্যক্রম শেষ করবে জবি। সেই হিসাবে দুই মাস এগিয়ে আসবে ভর্তি পরীক্ষা।
জবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভুইয়া জানান, ভর্তি পরীক্ষা ডিসেম্বর নাগাদ হতে পারে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ এখনও এ বিষয়ে অফিসিয়াল কোনো সভা হয়নি।
রাবির ভর্তি পরীক্ষা জানুয়ারিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। গতবার অর্থাৎ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এপ্রিলের ১৯-২০ তারিখে। সেই হিসাবে জানুয়ারিতে ভর্তি পরীক্ষা হলে তা প্রায় তিন মাস এগিয়ে আসবে।
রাবির আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলাম বলেন, ‘এ বছর আগে-ভাগেই ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজান শুরু হবে। সেক্ষেত্রে ফেব্রুয়ারির আগেই পরীক্ষা নেওয়া হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি পরামর্শ দেবো, জানুয়ারির শুরুতেই পরীক্ষা নেওয়ার জন্য। তবে ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে সবকিছু চূড়ান্ত হবে।’
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]