
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেছেন বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, ৪০ ঘণ্টা ধরে অনশন করেও কোনো সমাধান না পাওয়ায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রধান ফটক ভাঙার চেষ্টা করেন।
অনশনরত শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, আমরা চল্লিশ ঘণ্টা ধরে অনশন করছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনের ব্যক্তিদের টনক নড়েনি। আমি জীবন দেবো, তবুও আন্দোলন ত্যাগ করবো না, ইনশাআল্লাহ্। আমি মারাও গেলে যেন আমার দাফন আমার মায়ের কবরের পাশে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা যেন এ আন্দোলন চালিয়ে নেয়।
এদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এছাড়াও পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন করছেন ৭-৮ জন শিক্ষার্থী। এর আগে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি ও জুবেরী ভবনের কক্ষ ভাঙচুরের ঘটনাও ঘটে। এরই মধ্যে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন। তবে আমরা শুনতে পেয়েছি ক্যাম্পাসের ভেতরে ঢুকছে। এজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শিক্ষার্থীদের গায়ে কোনোভাবেই হাত দেবে না।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]