
দীর্ঘ পাঁচ ঘণ্টা আটকে থাকার পর পুলিশি পাহারায় মাইলস্টোন কলেজ থেকে বের হয়ে বিক্ষোভের মুখে আবার কলেজের ভেতরে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।
কলেজ থেকে বের হয়ে আরেক দফায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। মেট্রোরেল ডিপোর পাশে হাজারের অধিক শিক্ষার্থী উপদেষ্টাদের গাড়ি ঘিরে স্লোগান দেন। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ প্রেস টিমের সদস্যরাও।
এর আগে ৩টার দিকে প্রায় দুইশ পুলিশ সদস্য ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল থেকে অবরুদ্ধ থাকা উপদেষ্টাদের বের করে আনতে পুলিশ প্রস্তুতি শুরু করলে পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে যান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন-৫ এ আসার পথে আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। আসিফ নজরুল ভবনে-৫ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা।
সেই ভবনে দীর্ঘক্ষণ ছিলেন দুই উপদেষ্টা। বাইরে ক্ষতিপূরণসহ নানা দাবিতে বিক্ষোভ করছিল শিক্ষার্থীরা।
দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশি পাহারায় ভবন-৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এসময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সেময় আসিফ নজরুল বলেন, আপনাদের দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আপনাদের সব দাবি মেনে নেব। অভিভাবক হিসেবে আমরা সহানুভূতি জানাতে এখানে ছুটে এসেছি। আপনাদের দাবি মেনে নেব। কোমলমতি যারা প্রাণ হারিয়েছে অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে। কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে প্রকৃত তথ্য জানানো হবে। কনফারেন্স রুমে ঘণ্টায় ঘণ্টায় সব তথ্য জানানো হবে। যে বাহিনী আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। সবার দাবি মেনে নিয়েছি। আসুন যারা আহত-নিহত হয়েছে সবার পাশে দাঁড়াই।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]