
বিগত ১৬ বছরের দুর্নীতি, নিপীড়ন ও জুলাইয়ে হত্যাযজ্ঞের ভিত্তিতে আওয়ামী লীগকে দেশব্যাপী সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সমাবেশ করে শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। উপস্থিত শিক্ষার্থীরা হাসিনার দালালেরা- হুঁশিয়ার সাবধান, আওয়ামি লীগের কালো হাত - ভেঙে দাও গুড়িয়ে দাও, আওয়ামি লীগের আস্তানা- এই বাংলায় হবে না, ছাত্রলীগের দালালেরা - হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় - আওয়ামী লীগের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আয়নাঘর, গণহত্যা, গুম খুনের দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে। যে সংগঠনের হাতে শত শত শহিদের রক্ত লেগে আছে, যে সংগঠনের নামের সাথে গুম খুন ও আয়নাঘর জড়িয়ে আছে সে সংগঠনের বাংলাদেশে কোন রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগের ব্যাপারে আর কোন সহনশীলতা মেনে নেওয়া হবে না।
স্পোর্টস সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওসিফ ইয়াসার বলেন, আমরা চাই না আওয়ামী লীগের মত একটা স্বৈরাচারী সংগঠন আবার ফিরে আসুক। তাদের পুনর্জন্ম দেশে দুর্নীতি, হত্যা, গুন, খুন, ধর্ষণের মত অরাজক পরিস্থিতি সৃষ্টি করুক এমনটা আমরা চাই না। আমাদের দাবি এই সংগঠনটিকে বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আজ আমরা কাঁদতে আসি নি আওয়ামী লীগের ফাঁসির দাবি নিয়ে এসেছি।
বিবার্তা/মহসিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]