ইবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯
ইবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সকাল সাড়ে নয়টা থেকে বিকাল সাড়ে পাচটা পর্যন্ত নানা আয়োজনের মাধ্যমে গেট টুগেদার-২০২৫ উদযাপন করেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।


শুক্রবার সকাল সাড়ে নয়টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্মৃতিচারণ ও সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় আহবায়ক নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।


বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাংগীর আলম, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মনজারুল আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল-মামুন। এসময় বিশ্ববিদ্যালয়ের তিন হাজারের মতো সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও অধ্যাপক ড. জিল্লুর রহমান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও বিশ্ববিদ্যালয়ের আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আব্দুল হাই।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আপনাদের আগমন এখানে বসন্ত উৎসবের মতো মহিরোহে পারিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে অ্যালামনাইদের মা। মায়ের যেমন সেবা করা দরকার হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশন তেমন বিশ্ববিদ্যালয়ের সেবা করবে। আপনারা ভ্রাতৃত্বের বন্ধনে এ বিশ্ববিদ্যালয়কে আগলে রাখবেন।


আলোচনা অনুষ্ঠানের পরে অ্যালামনাইদের সন্তানদের খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিবার্তা/জায়িম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com