
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের লেভেল-২, সেমিস্টার -২ (সেশন ২১-২২) এর ক্লাস প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১২:৩০ মিনিটে দুই পক্ষের হাতাহাতি ও মারামারি হয়।এতে দুর্জয় কুমার নামক একজন শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের (এবিএম) অনুষদের একই বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান যে, কৃষি অর্থনীতি অনুষদের মো. হাসিব হিমেল, মো. তাওহিদ আহমেদ, মো. শাহরিয়ার আলম হিমেল এই ৩ জন শিক্ষার্থী মিলে তাকে মেরে আহত করে। আহত শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসা নেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আরো জানান যে, চলমান অবস্থায় তাকে রাস্তায় পেয়ে উক্ত ৩ জন শিক্ষার্থী তাকে দাড় করায়। পরে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া এবং কিল-ঘুষি ও লাথি মারে।
এছাড়া অভিযুক্তদের মাঝে মো তাওহীদ আহমেদ ও মো শাহরিয়া আলম হিমেল এই দুইজনের বিরুদ্ধে মাদক সেবনের বিষয়ে অভিযোগ করেছেন শেকৃবির বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা।
এদিকে অনুষদের লেভেল -২ সেমিস্টার -২ এর শিক্ষার্থীরা তাদের বহিষ্কার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিকট আবেদন করেছেন। তারা আবেদন পত্রে উল্লেখ করেন, অভিযুক্ত তিন শিক্ষার্থী ( হিমেল, তাওহীদ ও হাসিব) ভূক্তভোগীকে সাইকেল থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন। এছাড়াও অভিযোগ পত্রে মেয়েদের উত্ত্যক্ত করার ও মাদক সেবনের কথা উল্লেখ করেন।
অভিযুক্ত শিক্ষার্থী তাওহীদ আহম্মেদ বলেন, যত অভিযোগ দেওয়া হয়েছে সব মিথ্যা। বন্ধুদের মধ্যে সামান্য কিছু কথা কাটাকাটি হয়েছে যা খুব শিঘ্রই মিটমাট হয়ে যাবে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আরফান আলী বলেন, এ বিষয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। কমিটি তিন কর্মদিবসের ভিতরে প্রতিবেদন জমা দিবে।
তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আরো বলেন, যদি তদন্ত সাপেক্ষে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/ফাহিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]